Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক: গণতন্ত্রমঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২০:১৬ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৩৩

ঢাকা: সারাদেশে যেভাবে নারী নিপীড়ন, হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে, তা উদ্বেগজনক- হিসেবে উল্লেখ করে ধর্ষণবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনে হামলা, পরবর্তীতে ১২ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা এবং এ ধারাবাহিকতায় গভীর রাতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে নিজের বাসা থেকে গ্রেফতারের চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্রমঞ্চ।

সোমবার (১৭ মার্চ) গণতন্ত্রমঞ্চের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে সই করেন- গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারি জোনায়েদ সাকি, ভাসানি অনুসারি পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এড. হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, গত ১১ মার্চে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের প্ল্যাটফর্মের কর্মসূচিতে পুলিশের হামলার ১২ ছাত্রনেতাকে মামলায় জড়ানো হয়েছে। একটা বিশাল ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর পুলিশের এ ভূমিকা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত। মব সৃষ্টিকারীরা দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে বাধাগ্রস্ত করে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের জন্য জমিন প্রস্তুত করছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে দেশের পুলিশ, আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীকে অবশ্যই নাগরিকদের অধিকার আদায়ের পক্ষে থাকতে হবে, জনগণের আন্দোলনে অপ্রয়োজনীয় বল প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে এই মামলায় যাতে কাউকে হয়রানি করা না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, নারীর ওপর অব্যাহত নির্যাতন নিপীড়ন হয়রানি ধর্ষণ বন্ধ করতে যথাযথ উদ্যোগ নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী ও অপরাধমূলক মব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অতি দ্রুত শক্ত ও দৃঢ় ভূমিকা নেয়া প্রয়োজন। দেশের ভবিষ্যতকে কোনভাবেই কোনো ষড়যন্ত্রের বলি হতে দেওয়া যাবে না।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

গণতন্ত্রমঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর