Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাত মাসে শ্রমজীবী মেহনতিদের কোন প্রত্যাশাই পূরণ হয়নি: সাইফুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২০:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৩২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক – ( ছবি : সংগৃহীত )

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গণঅভ্যুত্থানের পর সাত মাস অতিক্রান্ত হলেও এখনও শ্রমজীবী মেহনতি মানুষের কোন প্রত্যাশাই পূরণ হয়নি। রাজনীতির ডামাডোলে শ্রমজীবীদের বাঁচার দাবিসমুহ এখনও বাস্তবায়িত হয়নি। শ্রমজীবী সাধারণ মানুষকে কেবল আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

আগামী ২৫ রোজার মধ্যে পোশাক শ্রমিকসহ শ্রমজীবী মেহনতিদের সকল বকেয়া বেতনভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে মালিকপক্ষ ও সরকারের প্রতি আহবান জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) রাজধানীর কামরাংগীচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এক কর্মী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সাইফুল হক বলেন, মানুষ সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে। গণঅভ্যুত্থানের সাত মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। এই অবস্থা চলতে থাকলে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে। আর জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবে না।

এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান তিনি।

দলের ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্থানীয় সংগঠক ফরিদ হোসেন, মোহাম্মদ কাবিলা,মোহাম্মদ কবির,দোলন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল সাব্বির হোসেন প্রমুখ।

বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের পর নারীর নিরাপত্তা গুরুতর হুমকি মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। নারী বিদ্বেষী প্রচারণা নারীর নিরাপত্তাকে আরও বিপন্ন করে করে তুলছে। ধর্ষণ, নারী নিপীড়ন এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর