Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে করলেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২০:৩১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২১:৩২

তালাত মাহমুদ রাফি দম্পতি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদৌসী মিতু। তার গ্রামের বাড়ি বরিশালে।

সোমবার (১৭ মার্চ) সন্ধায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিয়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রাফি।

তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো’আ একান্ত কাম্য।’ তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি।

সারাবাংলা/এমএইচ/এইচআই

তালাত মাহমুদ রাফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর