Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার: শহীদ উদ্দিন মাহমুদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২১:২১ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:১৭

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন – (ফাইল ছবি)

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। এটা ইচ্ছা- অনিচ্ছা বা ছোট বড় বিষয় নয়। ঐতিহাসিক প্রয়োজনেই সংস্কার সম্পন্ন করতে হবে। বিদ্যমান নৈরাজ্যকর রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক অবস্থাকে অতিক্রম করার লক্ষ্যেই প্রয়োজনীয় সংস্কারের সুসংবদ্ধ ও পরিণত পদক্ষেপ হবে ইতিহাসের ভবিষ্যৎ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের চত্বরে দলের উদ্যোগে ‘নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদ, সুশাসন প্রতিষ্ঠার দাবিতে’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রেসক্লাব,পল্টন, বিজয় নগর এলাকা প্রদক্ষিণ করে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অন্যায়, অবিচার ও নিরাপত্তাহীনতার নৈরাজ্যমূলক সমাজব্যবস্থার উত্তরণ ঘটাতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা মনুষ্যত্বের মহিমাকে ভূলুন্ঠিত করে। এই মনুষ্যত্ব বিরোধী রাজনৈতিক ব্যবস্থাকে ছুঁড়ে ফেলতে হবে। একটি মানবিক সমাজ এবং সুশাসন, প্রতিটি ব্যক্তিকে স্বমহিমায় ও পূর্ণ আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে পারে। এই ধরণের উপযোগী রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যেই জেএসডি অংশীদারিত্বের গণতন্ত্রের রাজনৈতিক বন্দোবস্ত হাজির করেছে।

সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, জীবনবিমুখ বা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো মতাদর্শ কিংবা ভাবধারা আমাদের সমাজ গ্রহণ করবে না। সমাজ-বিচ্ছিন্ন হয়ে ইতিহাসের গতিপথের পরিবর্তন করা যায় না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নারীকে ঘরে আবদ্ধ রাখার মতে কোনো প্রতিক্রিয়াশীল রাজনৈতিক মতবাদকে চাপিয়ে দেওয়া সম্ভব হবে না।

দলের ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া,এডভোকেট কেএম জাবির, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারেফ হোসেন, মো. মোস্তফা কামাল, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, এমএ আউয়াল, কামরুল আহসান অপু, এসএম মনিরুজ্জামান মনির প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি-রব) তানিয়া রব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন