‘৭১-এর মালিকানা নিয়ে অপচেষ্টা ছিল, ২৪ নিয়েও অপচেষ্টা দেখছি’
১৭ মার্চ ২০২৫ ২১:১৮ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:১৭
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা ছিল; যা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। তারা (আওয়ামী লীগ) নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিকানা ভোগ করতে পারে নাই। সেটা (মালিকানা) তাদের ছেড়ে দিতে হয়েছে। আজকে ২৪’-এর মালিকানা নিয়েও অপচেষ্টা দেখছি।
সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি এল মাঠে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘‘বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করতে করতে একটা পর্যায়ে এসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। লড়াইয়ের শেষ পর্যায়ে এসে এদেশের ছাত্র-জনতা যে অবদান রেখেছে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা স্মরণ করি। এই অর্জন, এই বিজয় সারাদেশের সব মানুষের। এই অর্জন সারাদেশের ছাত্র, জনতা, শ্রমিক— সবার।’’
তিনি বলেন, ‘‘ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের পতন। একটা অর্জন হয়েছে। ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। এ ব্যাপারে যেকোনো ষড়যন্ত্র, প্রচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’’
ড্যাবের এই ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডা. ফরহাদ হালিম ডোনার ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসআর
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ২৪’-এর মালিকানা অপচেষ্টা নজরুল ইসলাম খান বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সারাবাংলা