‘দ্বীনের বিজয়ের জন্য ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই’
১৭ মার্চ ২০২৫ ২১:৪১ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০০:০৩
খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, দ্বীনের বিজয়ের জন্য আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প পথ নেই। তাদেরকে জাতির মিনার হিসেবে দাঁড়াতে হবে।
সোমবার (১৭ মার্চ) বিকালে খুলনা মহানগরীর দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কমিউনিটি সেন্টারে ওলামা সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর এদেশে আলেম ওলামাদের ওপর চরম জুলুম নির্যাতন চালানো হয়েছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ অসংখ্য আলেম ওলামাদের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে বিনা বিচারে হত্যা করা হয়েছে। দেশের শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশে আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, ইনশাআল্লাহ।
প্রধান অতিথি আরও বলেন, আলেম-ওলামার মাঝে কোনো ভেদাভেদ থাকা যাবে না। কওমি আলিয়ার মাঝে যে প্রাচীর রয়েছে তা উঠিয়ে দিতে হবে। ইমাম-খতীব, আলেম-ওলামা, কওমি-আলিয়া সবাই মিলে সর্বসাধারণের মাঝে দ্বীনের দাওয়াত, ঐক্যের দাওয়াত পৌঁছে দিতে হবে। ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়োত্তর আমাদের এই প্রিয় দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে দ্বীন কায়েমে সচেষ্ট হতে হবে।
তিনি বলেন, এবার জামায়াতে ইসলামীকে বাংলার মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। নেতৃত্বের জন্য ওলামায়ে কেরামদের প্রস্তুতি নিতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ছোটখাটো বিষয়ে বিতর্কে জড়িত হওয়া যাবে না। কওমি আলিয়ার মাঝখানের দেয়াল ভেঙে দিতে হবে। জামায়াতে ইসলামীকে দেশ গড়ার সুযোগ দেয়া হলে তারা সন্ত্রাস, দুর্নীতিমুক্ত দেশ গঠন করবে।
দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে ও থানা ওলামা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন মো. হুমায়ুন, থানা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আলমগীর, মাওলানা এ এস এম জাফর সাদিক। এতে অন্যান্যের মধ্যে ইসমাঈল হোসেন পারভেজ, মাওলানা আব্দুল হক, মাওলানা মাহাদী হাসান আল হাদী, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মুফতি মুজাহিদুল ইসলাম ফারাজী, মুফতি আব্দুল জব্বার ও মুফতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসআর
ইফতার মাহফিল ওলামা সম্মেলন খুলনা বাংলাদেশ জামায়াতে ইসলামী সারাবাংলা