Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়েটে নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতা বহিষ্কার

চবি করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২১:৫৭ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০০:০৩

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে প্রশাসন। বহিষ্কার হওয়া সব শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মো. মাহবুবুল আলম সই করা পৃথক ২১টি বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সিদ্ধান্তনুযায়ী দুই বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন— চুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ-সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান।

এছাড়া সংগঠনটির চুয়েট শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম ও তাহসিন ইশতিয়াককে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এদিকে, চুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তোফাইয়া রাব্বি, মো. সাদিকুজ্জামান, ইউসুফ আবদুল্লাহ, মো. তানভীর জনি, ইফতেখার সাজিদ, শাকিল ফরাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, মাহমুদুল হাসান, মো. রিফাত হোসাইন, মইনুল হক, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম ও আবদুর রহমানকে আবাসিক হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদের বাইরে আরও দুজনকে কেবল সতর্ক করে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন চুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি চিন্ময় কুমার দেবনাথ ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন

ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক মাহবুবুল আলম সারাবাংলাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী এবং ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার বেশকিছু লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষার্থীদের কারণ দর্শানোর জন্য বলা হয়। তাদের জবাব এবং অভিযোগের বিপরীতে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে শৃঙ্খলা কমিটি এসব শাস্তির সিদ্ধান্ত নেন।’

সারাবাংলা/এমআর/এসআর

১৯ নেতা বহিষ্কার চুয়েট নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বহিষ্কার সারাবাংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর