‘শিগগিরই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে’
১৭ মার্চ ২০২৫ ২২:০৪
খুলনা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কার, আলাপ-আলোচনা, প্রস্তাব গ্রহণ করা; এগুলো চলতে থাকবে। কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে। সেজন্য আমরা রোডম্যাপ চাই। জনগণের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
সোমবার (১৭ মার্চ) বিকেলে দৌলতপুর থানার অর্ন্তগত ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে কেরাত ও ইসলামী সংগিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইসলাম মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের প্রয়োজনীয় সকল সংস্কার দ্রুত করার জন্যই দ্রুত জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করা সম্ভব নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া; এক সঙ্গে সবকিছু সংস্কার করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। যেকোনো ভাবেই হোক তারা (আওয়ামী লীগ) বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি সৃষ্টি করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমান করে সুবিধা নিতে চায়। আওয়ামী লীগ ও তাদের দোসরদের সকল ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তাদের ১৬ বছরের জুলুম দুঃশাসন ভুলে গেলে চলবে না।
দলীয় নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, কোনো ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত হলে দল কাউকে ক্ষমা করবে না।
ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, দৌলপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাড. মোহাম্মাদ আলী বাবু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সারাবাংলা/এইচআই
খুলনা বিএনপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল রকিবুল ইসলাম বকুল