Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:১০

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান

সিলেট: সিলেটের পাঁচ ভাই ও পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে দুই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) দেবানন্দ সিনহার নেততৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় নগরীর জিন্দাবাজারের পাঁচ ভাই রেস্টুরেন্টকে অনুমোদন বিহীন সস ও হাইজিন মেইনটেইন না করে ইফতার প্রস্তুত করা এবং পানসি রেস্টুরেন্টকে বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করে রাখার অভিযোগে জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি সতর্ক করা হয়েছে অন্যান্য রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের।

জনস্বার্থ বিবেচনায় এই অভিযান অব্যাহত থাকবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন, গ্রাহক হয়রানি-জুলুমের ঘটনা ঘটলে তাৎক্ষণিক বিষয়টি সংশ্লিষ্ট অধিদফতরে জানানোর অনুরোধ জানান তিনি।

অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটেলিয়নের সদস্যরা।

সারাবাংলা/এসআর

জরিমানা পাঁচ ভাই রেস্টুরেন্ট পানসী রেস্টুরেন্ট রেস্টুরেন্টকে জরিমানা সারাবাংলা সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর