Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:২২ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:২৪

ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা

কুষ্টিয়া: মাগুরায় শিশু আছিয়ার ধর্ষণকারী হিটুসহ সারাদেশের সকল ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্যের নেতাকর্মীরা।

সোমবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাটারফ্লাই মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জাজনক। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি ধর্ষণকারী হিটুকে অতি দ্রুত ফাঁসি কার্যকর করে যেন একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। এ ছাড়াও সারাদেশে সকল নরপশু ধর্ষকদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহামুদ হাসান বাপ্পি, জেলা নাগরিক ঐক্যের সদস্য স্বপন মাহামুদ, ইমরান আহমেদ,জুয়েল প্রামানিক, প্রিন্স মাহামুদ, কুষ্টিয়া সদর উপজেলা নাগরিক ঐক্যের সদস্য আজিবর রহমান, কুষ্টিয়া জেলা যুব ঐক্যের সদস্য সবুজ আহমেদ।

এ ছাড়াও নাগরিক ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

সারাবাংলা/এইচআই

কুষ্টিয়া ধর্ষণ নাগরিক ঐক্য বিচারের দাবি মানববন্ধন সারাদেশে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর