Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে নতুন সংকট তৈরি হোক সেটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:৪২

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর

নরসিংদী: দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ— মন্তব্য করেছেন দলটির বলে যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিগত সময়ে জুলুম-নির্যাতনকারীরা পালিয়ে গিয়ে অনেক ষড়যন্ত্র করছে। দেশে অনেক গণআন্দোলনে সরকারের পরিবর্তন হয়েছে, কেউ তো দেশ ছেড়ে পালায়নি। তারা এই দেশে থাকার মতন সৎ সাহস নেই, তারা দেশেকে ভালবাসে না বলেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

আইনজীবী, রাজনীতিবীদ ও শিক্ষাবীদদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি আশরাফ হোসেন। এ সময় জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার আমির মাওলানা মোসলেহ উদ্দিন, জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক সারোয়ার তুষারসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এইচআই

ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী মাওলানা গাজী আতাউর