Monday 17 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২৩:০১

পিরোজপুর: পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এ সময় আরও সাত জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মোহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭) ও আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

বিজ্ঞাপন

আর খালাস প্রাপ্তরা হলেন— ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা ও হেমায়েত।

জানা গেছে, জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. মিজান (২১) নামে এক যুবককে হত্যার দায়ে ওই পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০০৫ সালের ২ নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে। এ সময় রফিকুল ইসলাম দোকানের মধ্যে ঘুমিয়ে ছিলেন। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় মিজান গুলিবিদ্ধ হয়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দোকান মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।

সারাবাংলা/এইচআই

পিরোজপুর যাবজ্জীবন কারাদণ্ড হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর