চুয়াডাঙ্গায় ৬ সোনার বারসহ যুবক আটক
১৭ মার্চ ২০২৫ ২৩:৩৯ | আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২৩:৪১
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের থানা মোড় থেকে ৬টি অবৈধ সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ মার্চ) রাত ১০টায় বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক যুবক রাজ রকি (৩২) একই উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
মোহাম্মদ সাইফুল ইসলাম মেইল বার্তায় জানান, ঝিনাইদহের মহেশপুর-৫৮ গোপনে খবর পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সদস্যরা রাজ রকিকে বিকেল ৫টা ৫০ মিনিটের সময় জীবননগর
থানা মোড় থেকে আটক করে। আটকের পর তাকে বিজিব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে কিছু স্বীকার করেনি।
তিনি আরও জানান, পরবর্তীতে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে দুটি
স্কচটেপ প্যাঁচানো পোটলা বের হয়ে আসে। ওই পোটলা দুটি খোলা হলে সেখানে ৬টি সোনারবার পাওয়া যায়।
উদ্ধার করা বারগুলো পরীক্ষা করিয়ে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।
সারাবাংলা/এইচআই