Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১০:১১ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১০:১৩

অস্ত্রসহ গ্রেফতার সাজ্জাদুর রহমান সামি। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সেনাবাহিনীর অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।

রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে জেলার জগন্নাথপুরের ইছাহাকপুর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। সোমবার (১৭ মার্চ) রাতে ৪২ বীর বিয়ার (১১ পদাদিত ডিভিশন) ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সোয়েব বিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার সাজ্জাদুর রহমান সামি জগন্নাথপুরের এলাকার ইছাহাকপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে।

অভিযানের পরে দুটি অত্যাধুনিক পাইপগান,একটি এয়ারগান, তিনটি চাপাতি,সাতটি টেটা, একটি ধারালো দা, ১০টি ধারালো ছুরি জব্দ করা হয়। এ সময় সামিকে অবৈধ আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার দায়ে গ্রেফতার করে সেনাবাহিনী।

সোমবার রাতে জগন্নাথপুর থানার ( ওসি ) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতকে সেনাবাহিনী ছাতক থানায় আলামতসহ সোপর্দ করার পর সোমবার রাতে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।

সারাবাংলা/এসডব্লিউ

অস্ত্রসহ গ্রেফতার সেনা অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর