Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ মার্চের অগ্রিম টিকিট কিনতে ১ কোটি ১৬ লাখ হিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৩:২০ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৪:৪৩

ঢাকা: ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আজ যারা টিকিট কিনেছেন তারা আগামী ২৮ মার্চ ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ২৮ মার্চ সারাদেশে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট কাটতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এক কোটি ১৬ লাখ হিট হয়েছে। অর্থাৎ অনলাইনে টিকিট কাটার চেষ্টা করে এক কোটি ১৬ লাখ হিট হয়েছে।

বিজ্ঞাপন

২৭ তারিখের জন্য পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আগামী ২৭ মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসন সংখ্যা ৩৩ হাজার ১৯৯টি। সারা বাংলাদেশে এই আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

২৮ মার্চ সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ১০ হাজার ৬৬৭টি, সারাদেশের ১৪ হাজার ৫৯৮টি। সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা থেকে যাত্রার ১৪ হাজার ৫২২ এবং সারাদেশের ১৯ হাজার ৮৩৪ টি টিকিট বিক্রি হয়েছে।

এসব টিকিট বিক্রি শুরুর প্রথম ৩০ মিনিটেই টিকিট কিনতে দেড় কোটি হিট পড়ে বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। আগামী ২৮ মার্চ ভ্রমণের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া পূ্র্বাঞ্চলের ট্রেনের টিকিট সংখ্যা ১৬ হাজার ৫৬৫টি এবং পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সংখ্যা ১৬ হাজার ৬৩৪টি।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বাংলাদেশ রেলওয়ে

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর সঙ্গে তাহসিন
১৮ মার্চ ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর