গাজায় ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৩৪২
১৮ মার্চ ২০২৫ ১৪:১৫
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণার পরে এটিই সবচেয়ে বড় হামলা ইসরায়েলের। এতে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৪২ জনে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় নিহতদের অনেকেই শিশু। এখন পর্যন্ত ৩৪২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকেই।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে এ প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েলের সামরিক বাহিনী। এবার হামাস নেতাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।
এই হামলার ফলে চলমান যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, ‘নেতানিয়াহু এবং তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে যার ফলে গাজার বন্দীরা এক অজানা পরিণতির মুখোমুখি হচ্ছেন।’
আরবসহ ইসলামী দেশগুলোর জনগণকে এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে হামাস।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টাকে নস্যাৎ করার’ অভিযোগ করেছে।
ইসরায়েল থেকে বন্দীদের মুক্তি দিতে বা যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাবে রাজি না হওয়ায় হামাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তির সঙ্গে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
ইসরায়েলি সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালাচ্ছে। রয়টার্স জনিয়েছে, গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি এবং মধ্য ও দক্ষিণ গাজার দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।
এদিকে, ইসরায়েল এই হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
উল্লেখ্য, ছয় সপ্তাহ ধরে চলা প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে ইসরায়েল প্রবেশ করতে অস্বীকৃতি জানানোর পর ইসরায়েল এবং হামাস মধ্যস্থতামূলক আলোচনা শুরু করেছিল। তবে হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় আবারও সামরিক অভিযান শুরু করেছে।
সারাবাংলা/এসডব্লিউ