Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুলশি গ্যাবার্ডের বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৪:১৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৬:২০

ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

ঢাকা: মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ডের বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ভারতে সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে এ বিবৃতি দেন গাজী আতাউর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থানের পরে কিছু রাজনৈতিক হানাহানি হলেও সেটা যে সাম্প্রদায়িক ইস্যু ছিল না, তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত সত্য। কিন্তু তিনি (তুলশি গ্যাবার্ড) সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করলেন।’’

‘‘দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকরকে তুষ্ট করার প্রয়াসও হতে পারে’’— বলেন গাজী আতাউর রহমান।

তিনি বলেন, ‘‘সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলাম এই ভূ-খণ্ডে হাজার বছর ধরে মানুষের আনন্দ ও মুক্তির প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসলাম এখানে শান্তি ও সম্প্রীতির উৎস। পশ্চিম যে অর্থে মৌলবাদকে সংজ্ঞায়িত করে সেই অর্থে মৌলবাদ বাংলা অঞ্চলে কোনো কালেই ছিল না। ফলে গ্যাবার্ড যা বলেছেন, তা ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতা নির্দেশ করে।’’

আতাউর রহমান বলেন, ‘‘বাংলাদেশ সবার সাথে পারস্পরিক সহযোগীতামূলক মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। সমস্যা তৈরি হয় যখন কেউ বাংলাদেশের ওপরে প্রভূত্ব করতে চায় তখন। কারণ, আমাদের রক্তে অন্যের প্রভুত্ব স্বীকার করার বিষয়টা নাই। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নাই।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নাই। সাম্প্রতিক গাজায় ইজরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে যে অপরাধ করেছে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে। তারপরও আমরা যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক চাই। তবে অবশ্যই তা হতে হবে সত্য, সন্মান ও মর্যাদার ভিত্তিতে।’’

সারাবাংলা/এজেড/ইআ

ইসলামী আন্দোলন

বিজ্ঞাপন

ফেরানো গেল না তাকে
১৮ মার্চ ২০২৫ ১৬:১৭

আরো

সম্পর্কিত খবর