Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৪:২৬

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার বাংলা বাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবক সাইদুল ইসলাম (২৩) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়।

এ সময় বাঁশতলা নিহত সাইদুল রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ

বজ্রপাত বজ্রপাতে মৃত্যু যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর