সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৪:৪৬
১৮ মার্চ ২০২৫ ১৪:৪৬
বরিশাল: সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় এক জেলের নৌকা ডুবে গেছে। এতে রায়হান মল্লিক (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রায়হান ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। নিখোঁজ রায়হান স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে প্রতিবেশি জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল রায়হান। জাল ফেলে অপেক্ষার সময় ঢাকা থেকে বরগুনাগামী এম.ভি মিতালি-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি দুই ভাগ হয়ে ডুবে যায়। এ সময় বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও রায়হান নদীতে ডুবে যায়।
নলছিটি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আলমগীর হোসেন বলেন, নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট নিখোঁজ শিশুটির সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
সারাবাংলা/ইআ