Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা রেলসেতুতে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়বে: ফাহিমুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৪:৪২ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩

যমুনা রেলওয়ে সেতু পশ্চিমের সায়দাবাদ রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: রেলপথ মন্ত্রনালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেছেন ১৯৯৮ সালে নির্মিত যমুনা বহুমুখী সেতুটি রেললাইনের জন্য নির্মিত না হলেও একটি রেল সেতু অন্তভূক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের প্রয়োজনে আরেকটি রেল সেতুর দরকার হওয়ায় জাইকার অর্থায়নে সেটি নির্মাণ করা হয় ও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে যমুনা রেলওয়ে সেতু পশ্চিমের সায়দাবাদ রেলওয়ে স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সচিব বলেন, আগে যমুনা সেতুর রেললাইন দিয়ে পণ্যবাহী ভারী ট্রেন চলাচল করতে পারতো না। কিন্তু এখন এই রেল সেতু দিয়ে তা করতে পারবে। এ সময় নিয়মানুযায়ী ট্রেনের ভাড়া বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। বর্তমানে ট্রেনে চলাচল করা যাত্রীদের সেবা বাড়ানো হয়েছে উল্লেখ করে এক প্রশ্নের জবাবে যমুনা রেল সেতুতে এখন পর্যন্ত কোনো দুর্নীতির তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এর আগে রেলওয়ে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

সংবাদ সম্মেলন ও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইতো তেরুয়ুকি, যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমানসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি

যমুনা সেতু রেলপথ

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর সঙ্গে তাহসিন
১৮ মার্চ ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর