Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাওনা টাকা চাইতে গিয়ে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৫:০০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন ওই যুবক।

সোমবার (১৭ মার্চ) রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যরা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

খুনের শিকার মোহাম্মদ মানিক (৩২) একই ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে। অন্যদিকে ঘাতক বন্ধুর নাম মো. রাসেল (৩০)।

পুলিশ জানায়, রাসেলের কাছ থেকে মানিক এক লাখ টাকা পেতেন। পাওনা টাকা নিয়ে দুই বন্ধুর মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝগড়া চলছিল। সোমবার রাতে মানিক রাসেলের কাছে তার পাওনা টাকা খুঁজতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে সেটা মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে রাসেল মানিককে ছুরিকাঘাত করেন।

স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মানিক মারা যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘তারা দুজন খুব কাছের বন্ধু ছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপরই রাসেল পালিয়ে গেছে। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মানিকের লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/আইসি/এমপি

খুন মৃত্যু

বিজ্ঞাপন

ইয়াশ-তটিনীর সঙ্গে তাহসিন
১৮ মার্চ ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর