ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
১৮ মার্চ ২০২৫ ১৬:৩২
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সইদুর রহমান। নিহত রিপন সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সততা প্রেসের সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় বিদ্যুতের তারের বেহাল অবস্থা দেখা যায়, এ ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নাই। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে জরুরি সংস্কার প্রয়োজন বলে মনে করেন তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এনজে