Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হন্ডুরাসে বিমান বিধ্বস্ত, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ১৬:১৬ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:০৩

ছবি: সংগৃহীত

হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে ১৭ জন আরোহীসহ উড্ডয়নের পর একটি বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৭ মার্চ) এ দুর্ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা কার্লোস প্যাডিলা জানিয়েছেন, বিমানটি রানওয়ের ডানদিকে তীব্র বাঁক নিয়ে পানিতে পড়ে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হন্ডুরাসের লানসা এয়ারের জেটস্ট্রিম বিমানটির ১৭ জন আরোহী মধ্যে তিন ক্রু, দুই শিশু, এক মার্কিন নাগরিক ও ফ্রান্সের এক নাগরিক ছিলেন।

বিজ্ঞাপন

দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী ও অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন।

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর