Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণ ও নারী হেনস্তার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৬:৫১

কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: সংগৃহীত

কুমিল্লা: সারা দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুমিল্লা মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, সাধারণ সম্পাদক শাহিন আফরোজ বিজলী, জিয়া স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক ফরিদা আক্তার ডলিসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এর দায়ভার সরকারকেও নিতে হবে।

এ সময় কুমিল্লা মহানগর ও সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের মহিলা দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এনজে

ধর্ষণ নারী হেনস্তা মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর