২০ বছরে ছাত্ররাজনীতির ভালো কোনো উদাহরণ গড়ে ওঠেনি: এ্যানি
১৮ মার্চ ২০২৫ ১৬:৫৪ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:৫৫
ঢাকা: গত ২০ বছরে ছাত্র রাজনীতির ভালো কোনো উদাহরণ গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের উদ্যেগে আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আজকে যে ছেলের বয়স ২০ বছর সে মনে করে ছাত্রলীগের সহিংস রাজনীতিই মনে হয় ছাত্ররাজনীতি। গত ২০ বছরে যা হয়েছে তার ফলে এমন ধারণা গড়ে উঠেছে। গত ২০ বছরে ছাত্ররাজনীতির ভালো কোনো উদাহরণ গড়ে উঠেনি। এসবের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল বারবার প্রতিবাদ করেও টিকে থাকতে পারেনি। ৫ আগস্টের পর জাতীয় ও ছাত্র রাজনীতিতে একটা গুনগত পরিবর্তন এসেছে। যার ধারাবাহিকতায় আজকের এই কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা।
ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, ‘আজকে মেধার বিকাশ হচ্ছে মেধার প্রতিযোগীতা হচ্ছে এটি শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে। সে সময় বোর্ডে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতো তাদেরকে তিনি বিদেশ সফরে সঙ্গে করে নিয়ে যেতেন। দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করে দেশনেতা তারেক রহমান ফ্যাসিবাদ হটিয়েছেন। তার নির্দেশে আন্দোলনে মানুষ নেমে পড়ে রাস্তায়। সালাহউদ্দিন টুকু নাসির উদ্দীন নাসির, রাকিব, তারা সারাদেশে আন্দোলনের আগুন জ্বালিয়েছে।
তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত, অন্তর্বর্তী সরকার হয়েছে, অনেক সংস্কার হচ্ছে বেগম খালেদা জিয়াকে তারা বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা উত্তম। আজকে হাসিনা পালিয়েছে বেগম জিয়া লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। ইন শা আল্লাহ তিনি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন।’
বাংলাদেশ খিলাফত মজলিশের আমীর মামুনুল হক বলেন, ‘আমি ছাত্রদলকে অভিনন্দন জানাই যে তারা এমন একটি সুন্দর উদ্যেগ নিয়েছে। তারা ছাত্রসমাজের মধ্যে কোরআন চর্চার একটা অনুপ্রেরণা জুগিয়েছে। তাই আমি ছাত্রদলের উদ্দেশ্যে কিছু বলতে চাই, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন তখন তিনি জাতীয়তাবাদী দল থেকে তরুণ ইন্টেলেকচুয়াল বানাতে এ সংগঠন প্রতিষ্ঠান করেছে। এমনকি খালেদা জিয়ার আমলেও আমরা তাই দেখেছি।’
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ঢাবি ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের সার্বিক ব্যবস্থাপনায় কমল মেডির উদ্যেগে ১ম আল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ শীর্ষক ব্যানারে প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সারাবাংলা/এআইএন/এমপি
ছাত্ররাজনীতি বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি