Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানের শাটার নামিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:১১

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় মুদি দোকানের শাটার নামিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দোকানি ও তার সহযোগীর বিরুদ্ধে। রোববার (১৬ মার্চ) বিকেলে উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ মার্চ) রাতে তানোর থানায় মামলা দায়ের করেছেন কলেজছাত্রীর বাবা।

মামলার আসামিরা হলেন- চাঁন্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। আসামিরা পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মামলায় বলা হয়েছে, ঘটনার দিন বিকেলে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল ওই ছাত্রীকে ডাকেন। ওই ছাত্রী দোকানে গেলে ইকবালের সহযোগী চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেন।

এ সময় দোকানের মধ্যে অবস্থান করা ওই ছাত্রীকে ধর্ষণ করেন মুদি দোকানি ইকবাল। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ওই ছাত্রীকে তার দোকান থেকে বের করে দেন ইকবাল। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ওই ছাত্রীকে উলটো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনজে

অভিযোগ কলেজছাত্রী ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর