Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরমে কালো কোট-গাউন ছাড়া মামলা পরিচালনার অনুমতি চেয়ে চিঠি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৮:৫৫

ঢাকা: পবিত্র রমজান সঙ্গে প্রচন্ড গরম বেড়ে যাওয়ায় কোট গাউন ছাড়া সাদা শার্ট, সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করে মামলা পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করেছে ঢাকা বার অ্যাসোসিয়েশন।

‎প্রধান বিচারপতি বরাবর লিখা, অ্যাসোসিয়েশনটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের সই করা এ সংক্রান্ত চিঠিটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

‎মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতি এশিয়া মহাদেশের বৃহত্তম আইনজীবী সমিতি। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ৩১ হাজার ৩৬৫ জন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় উষ্ণতার কারণে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনজীবীরা গরমে সীমাহীন কষ্ট ভোগ করছেন। বিশেষ করে, শুনানিসহ মামলার অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় এবং চারটি এজলাস কক্ষ ব্যতীত অন্যান্য এজলাস কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় অনেক গরম অনুভূত হয়। ফলে, মামলার কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধা হচ্ছে।

‎উল্লেখ্য, প্রচণ্ড গরমে গত বছর কোর্ট অঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় হিটস্ট্রোক করে অ্যাডভোকেট শফিউল আলম (৪২) মারা গিয়েছিলেন। তা ছাড়া, তীব্র তাপদাহের কারণে প্রতিনিয়ত আইনজীবীরা অসুস্থ হয়ে পড়ছেন এবং আইনজীবীদের মধ্যে হিটস্ট্রোকের ভীতি হচ্ছে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এমপি

আইনজীবী ঢাকা বার অ্যাসোসিয়েশন