চুয়াডাঙ্গায় মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার
১৮ মার্চ ২০২৫ ১৭:৪৮
চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অপরাধে বাবা ইনামুল হক জনিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইনামুল হক জনি জাফরপুরের ফকির মোহাম্মদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কনক কুমার দাস জানান, চুয়াডাঙ্গার জাফরপুরের বসত বাড়ির শোবার ঘরে ইনামুল হক জনি তার মেয়ে ফাউজিয়া হক এ্যানিকে (১৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় এ্যানির মামা রেজাউল করিম (৪২) বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার পর চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের জন্য নির্দেশনা দেন। এরপর মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)’র একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের নাসির উদ্দিনের বাড়ি থেকে অভিযুক্ত ইনামুল হক জনিকে গ্রেফতার করে।
সারাবাংলা/এনজে