জুলাই যোদ্ধাদের জন্য ইফতার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা পাঠালেন তারেক রহমান
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:২৪
১৮ মার্চ ২০২৫ ১৭:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২০:২৪
ঢাকা: জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ইফতার সামগ্রী ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাবা শাহ আলম।
জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ’র প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ইফতার সামগ্রী এবং ঈদ শুভেচ্ছা বার্তা গ্রহণ করে জুলাই যোদ্ধারা তাকে ধন্যবাদ জানান এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২৪’র গণঅভ্যুত্থানে হতাহত পরিবারের জন্য বিরামহীন সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’ এবং ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন’-এর মাধ্যমে দেশব্যাপী এ কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তিনি।
সারাবাংলা/এজেড/পিটিএম