Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২২:৫৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ২৩:০৬

প্রতীকী ছবি

ঢাকা: এবার রাজধানীর পল্লবীর বারনটেক এলাকায় এক নারী (৫০) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভিকটিম একটি পত্রিকার সাংবাদিক বলে জানিয়েছেন। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শারীরিক পরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

ভিকটিম জানান, তার বাসা তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। মাটিকাটা এলাকায় নির্মাণাধীন এক ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে- এমন খবর পেয়ে তুরাগ এলাকা থেকে সোমবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে তিনি সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার নির্মাণাধীন ১২তলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যায়। এর পর রাত ১টা থেকে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে ১৫ ব্যক্তি ধর্ষণ করে। এ ছাড়া, আরেকজন তাকে টর্চার করে। পরে আজ দুপুরে পল্লবী থানায় নিজেই বাদী হয়ে মামলা করেন ওই নারী।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্তদের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ওসি জানান, ভুক্তভোগীর অভিযোগ- গতকাল রাতে পল্লবীর বারনটেক গ্রিনসিটি এলাকায় ওই নারীকে ১৬ ব্যক্তি ধরে নিয়ে যায়। পরে তাকে তারা ধর্ষণ করে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ওই নারী থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১৬ জনের মধ্যে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার দুজন হলো- হামিদুর রহমান ও এনামুল হক।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

অভিযোগ দলবদ্ধ ধর্ষণ নারী পল্লবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর