Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অলিফা আকতার কান্তার মৃত্যুতে তারেক-ফখরুলের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:০৩ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ০০:০৪

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ শোক জানান।

তারেক রহমান বলেন, ‘অলিফা আকতার কান্তা ইসলাম সবসময় রাজনীতিবিদ স্বামীকে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতেন। তিনি কঠোর শ্রম দিয়ে তার সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন।’

শোক বার্তায় অলিফা আকতার কান্তা ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জানান তারেক রহমান।

অপর এক শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অলিফা আকতার কান্তা ইসলাম একজন রাজনীতিবিদের স্ত্রী এবং আদর্শ নারী হিসেবে স্বামীকে সবসময় ভালো কাজে ও রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি তার সন্তানদের সুনাগরিক ও সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। মরহুমা অলিফা আকতার কান্তা ইসলাম একজন সরকারি কর্মকর্তা হিসেবে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মহিলা।’

উল্লেখ্য, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা ইসলাম দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে এবং দুই মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সারাবাংলা/এজেড/এইচআই

অলিফা আকতার কান্তা তারেক-ফখরুলের শোক নজরুল ইসলাম খানের সহধর্মিণী বিএনপি শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর