Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:১২

পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় কমলা রানী (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নারী ও জীম মোবাশ্বের (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার এগারো মাইল এলাকায় বোদা-ঠাকুরগাঁও মহাসড়কে ট্রাকচাপায় কমলা রানী অপরদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় ট্রাকচাপায় জীম মোবাশ্বের নিহত হন।

নিহত কমলা রানী ঠাকুরগাঁও এর ভুল্লী থানার খলিশাকুড়ি মাস্টাপাড়া এলাকার ছবিলাল বর্মনের স্ত্রী। এ সময় আহত হয়েছেন কমলা রানীর ছেলে বাসুদেব বর্মন (৩৫)।

এ দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় নিহত জীব মোবাশ্বের জগদল সন্ন্যাসী পাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। একই সময় আহত হয়েছেন জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের মো. আলমের ছেলে সোলাইমান (২৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মা ছেলে মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে বাড়ি ফিরছিলেন। এগারো মাইল এলাকায় পোছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চাপা পড়ে মারা যায় কমলা রানী।

এদিকে জীম ও সোলাইমান রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন আহত হয়। আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় দেবীগঞ্জে জীম মোবাশ্বের মারা যান। অপর আহত ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

বোদা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী ও তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় জানিয়েছেন, ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। তবে উভয় ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

নিহত পঞ্চগড় শিশু নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর