Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছে: বাকের মজুমদার

জবি করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:৪১

গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজিত গণইফতার

জবি: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেছেন, একটি গোষ্ঠী আমাদের মধ্যে বিভাজনের রাজনীতি উসকে দিয়েছে। তারা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। আজকের এই মঞ্চ থেকে বলতে চাই, গণতান্ত্রিক ছাত্রসংসদ আগামীর বাংলাদেশে তাদের সংগঠন বিস্তারের ক্ষেত্রে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াই করতে চায়, যারা জুলাইয়ের শক্তি, তাদের জন্য আমাদের দরজা উন্মুক্ত।’

মঙ্গলবার (১৮ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজিত গণইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অনেকে বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সঠিক মূল্যায়ন করা হয়নি। আমি দেখেছি জুলাই অভ্যুত্থানে শাহবাগে যে কয়টি মিছিল গেছে, তার মধ্যে সবচেয়ে বড় মিছিল নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আন্দোলনের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করেছি। প্রায়ই আমার সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মিটিং হতো। তারা অভ্যুত্থানে অন্যতম ভূমিকা রেখেছে।’

প্রায় দেড় হাজার শিক্ষার্থীর এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ ছাড়া গণইফতারের আয়োজনে ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নূর নবী, যুগ্ম সহকারী সচিব কিশোর সাম্য এবং সংগঠক ফয়সাল মুরাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও নেতারা।

সারাবাংলা/এইচআই

আবু বাকের মজুমদার জবি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর