Tuesday 18 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাজনৈতিক মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থ সবার আগে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২৩:৪৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাংবাদিক হলো জাতির চতুর্থ স্তম্ভ। যে দেশের গণমাধ্যম যত উন্নত সে দেশের সভ্যতা তত উন্নত। মানুষের রাজনৈতিক মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থ সবার আগে।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা উপজেলা শাখার আয়োজনে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাংবাদিকদের সম্মানে দেওয়া ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হলুদ সাংবাদিকতা পরিহার করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। তা না হলে ভুল তথ্যে দেশ গভীর সংকটে পড়তে পারে, যা পতিত স্বৈরাচার সরকারের সময়ে জাতি অবলোকন করেছে। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র -জনতা দেশকে ফ্যাসিস্টদের হাত থেকে বাঁচিয়েছেন।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের ষড়যন্ত্র থেমে নেই। সময়ের সঙ্গে সঙ্গে বর্তমান অর্ন্তবর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য পার্শ্ববর্তী একটি দেশ ও এ দেশের স্বৈরাচারের দোসররা বিভিন্ন ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের সাড়ে ৭ মাসে জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, সচিবালয়ে আগুন, সংখ্যালঘু ইস্যুসহ বিভিন্ন আন্দোলনের নামে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিল। এ অবস্থায় দেশ ও দেশের স্বার্থ রক্ষার্থে সাংবাদিকদের অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে।’

বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সাংবাদিকদের ওপর বিভিন্ন জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, ‘সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারেনি। সংগ্রামের প্রবীণ সম্পাদক আবুল আসাদকে গ্রেফতার, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় হয়রানি ও আদালত চত্বরে রক্তাক্ত করা, বিএফইউজের সভাপতি মো. রুহুল আমিন গাজীকে কারাগারে নির্যাতনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে পতিত সরকারের দোসররা। এখন সময় এসেছে সাদাকে সাদা ও কালোকে কালো বলার।’

বিজ্ঞাপন

এ সময় তিনি জামায়াতের ভুল কাজের সমালোচনা ও ভালো কাজ সঠিকভাবে তুলে ধরার আহবান জানান।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিনিমাম সংস্কারের মাধ্যমে একটি ফ্রি-ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচনের জন্য যতটা সময় সরকারের প্রয়োজন আমরা সরকারকে তা দিতে চাই। স্থানীয় সরকারের নির্বাচন যাতে ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত করা যায় জামায়াতসহ আরও কয়েকটি দল সেজন্য জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন চায়।’

জোটভুক্ত নির্বাচন প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের আগে অনেক কিছু রাজনীতির মাঠে হতে পারে। বিভিন্ন জোটভুক্ত হতে পারে, আবার স্বতন্ত্রভাবেও নির্বাচনে হতে পারে। ইসলামী সমমনা দলসহ আরও কয়েকটি দলের সঙ্গে আমাদের কথা হচ্ছে জোটের ব্যাপারে।’ এর সঠিক উত্তর আরও পরে জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর