৬২ বছর বয়সে অভিষেক, ফকল্যান্ড আইল্যান্ডের ব্রাউনলির ইতিহাস
১৯ মার্চ ২০২৫ ১৫:০৩
৩৫ পেরোনোর পরেই শুরু হয় ক্রিকেটারদের অবসর নেওয়ার হিড়িক। কালেভদ্রেই ৪০ এর কোঠায় ক্রিকেট মাঠে দেখা যায় খেলোয়াড়দের। তবে ফকল্যান্ড আইল্যান্ডের এক ক্রিকেটার ছাড়িয়ে গেলেন সবাইকে। কোস্টারিকার বিপক্ষে টি-২০ ম্যাচে ৬২ বছর বয়সে মাঠে নেমে নতুন ইতিহাস গড়েছেন ফকল্যান্ড আইল্যান্ডের অ্যান্ড্রু ব্রাউনলি। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়লেন তিনি।
কোস্টারিকার বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছিল ফকল্যান্ড আইল্যান্ড। ১০৫ তম দেশ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার গৌরব অর্জন করল ফকল্যান্ড আইল্যান্ড। দলের হয়ে মাঠে নেমেছিলেন বেশ কয়েকজন বয়স্ক ক্রিকেটার। তাদের মাঝে সবচেয়ে বেশি বয়সে মাঠে নেমেছেন ব্রাউনলি। ৬২ বছর ১৪৭ দিন বয়সে অভিষেক হয়েছে ব্রাউনলি।
এই দলের ক্রিকেটারদের গড় বয়স ছিল ৪০। তিনজন ক্রিকেটারের বয়স ছিল ৫৬ এর উপরে। সবচেয়ে কম বয়সী সদস্যের বয়স ছিল ৩১।
কোস্টারিকার বিপক্ষে মাঠে নেমে দুটি ইতিহাস গড়েছেন ব্রাউনলি। সবচেয়ে বেশি বয়সে অভিষেক ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্যক্তি হলেন তিনি। ব্রাউনলি ভেঙেছেন ২০১৯ সালে তুরস্কের হয়ে ৫৯ বছর বয়সে অভিষেক হওয়া ওসমান গোকারের রেকর্ড।
ব্রাউনলির মতো আরেকটি রেকর্ড গড়েছেন ফকল্যান্ড আইল্যান্ডের অধিনায়ক অ্যালান ডসন। ৫৬ বছর ৩৪২ দিন বয়সী ডসন আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হওয়ার নতুন ইতিহাস গড়েছেন।
সারাবাংলা/এফএম
অ্যান্ড্রু ব্রাউনলি ফকল্যান্ড আইল্যান্ড সবচেয়ে বয়স্ক ক্রিকেটার