তরমুজ গ্রীষ্মকালীন ফল হলেও এবার বসন্তেই বাজার সয়লাব। কারণ, রমজানকে সামনে রেখে এবার চাষিরা ডিসেম্বরেই উচ্চফলনশীল আগাম জাতের তরমুজ লাগিয়েছিলেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলনও হয় ভালো। সেই তরমুজ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই বাজারে আসে, যার মৌসুম এখন পুরোদমে চলছে। রাজধানী ঢাকায় যত তরমুজ আসে তার বেশিরভাগই দক্ষিণাঞ্চলের। লঞ্চ কিংবা ট্রলারে করে তরমুজগুলো আনা হয় ঢাকার বুড়িগঙ্গা তীরে। যেটাকে তরমুজের হাটও বলা যায়। সেখান থেকে পাইকাররা তরমুজ কিনে ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। রাজধানীর বুড়িগঙ্গার তীর থেকে ‘তরমুজ হাটের’ ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
ছবির গল্প
তরমুজের হাট বুড়িগঙ্গার ঘাট
সারাবাংলা/পিটিএম