Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৫ ১৩:১০ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৬:৩৬

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বার। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের আকস্মিক হামলা প্রতিরোধে ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে রোনেন বারকে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার অনুমোদন দেওয়া হয়। তিনি ২০২১ সালের অক্টোবরে শিন বেত-এর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

বিজ্ঞাপন

গত রোববার (১৬ মার্চ) এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, ‘দীর্ঘদিন ধরে রোনেন বার এবং আমার মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে।’

এই ঘোষণার পরপরই জেরুজালেমে সরকারবিরোধী বিক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি পায়। হাজার হাজার মানুষ নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে এবং গাজার ওপর ইসরায়েলের নতুন সামরিক অভিযানের প্রতিবাদে রাস্তায় নেমে আসে।

ইসরায়েলের ইতিহাসে এই প্রথমবার কোনো সরকার শিন বেত-এর প্রধানকে বরখাস্ত করল।

বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের আগে নেতানিয়াহু মন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, পেশাগত ও ব্যক্তিগত বিশ্বাসের স্থায়ী ক্ষতি এই বরখাস্তের মূল কারণ।

চিঠিতে আরও বলা হয়, ‘৭ অক্টোবরের অপারেশনাল ব্যর্থতার পাশাপাশি সাম্প্রতিক মাসগুলোতে এই বিশ্বাসের সংকট আরও প্রকট হয়েছে।’

শিন বেত ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এর কার্যক্রম অত্যন্ত গোপনীয়।

বিজ্ঞাপন

এর আগে, গত মাসে বাহারাভ-মিয়ারা ইসরায়েলি পুলিশ ও শিন বেত-কে নির্দেশ দেন নেতানিয়াহুর কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করতে। তদন্তে কাতারের ভূমিকা ও আর্থিক লেনদেন নিয়ে সন্দেহ করা হচ্ছে। তবে আদালত এই বিষয়ে গোপন নিষেধাজ্ঞা জারি করেছে, ফলে তদন্তের বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।

নেতানিয়াহুর লিকুদ পার্টি এই অভিযোগ অস্বীকার করেছে। তবে শিন বেত প্রধানের আকস্মিক বরখাস্ত ইসরায়েলি রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

সারাবাংলা/এনজে

ইসরায়েল নিরাপত্তা প্রধান নেতানিয়াহু বরখাস্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর