Saturday 22 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোল করে ‘সিউউ’ উদযাপন, রোনালদোকে হলুন্ডের অপমান?

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৫ ১৫:২২

রোনালদোর উদযাপন নকল করে আলোচনায় হলুন্ড

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখেই ফুটবলে এসেছেন তিনি। ডেনমার্কের তরুণ ফুটবলার রাসমুস হলুন্ড সেই রোনালদোর সামনেই করলেন বিখ্যাত ‘সিউউ’ উদযাপন। তার এই উদযাপনেই উঠেছে নানা প্রশ্ন। তরুণ হলুন্ড কি তাহলে রোনালদোকে ‘অপমান’ করতেই এমনটা করলেন?

ইউয়েফা নেশনস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হলুন্ডের ৭৮ মিনিটের গোলেই পর্তুগালকে হারিয়েছে ডেনমার্ক। ২২ বছর বয়সী হলুন্ড গোল করে রোনালদোর সামনেই করেই তার ট্রেডমার্ক সিউউ উদযাপন। সামাজিক যোগাযোগমাধ্যমে এরপর থেকেই চলছে নানা আলোচনা। অনেকেই বলছেন, রোনালদোকে অপমান করতেই এমন উদযাপন করেছেন হলুন্ড।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে হলুন্ড অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদোকে আদর্শ মানেন বলেই গোলের পর এমন উচ্ছ্বাস ছিল তার, ‘এটা আমি নিজের আদর্শ মেনে করেছি। তাকে বিদ্রূপ করার তো কোনো ব্যাপারই ছিল না। আমার ক্যারিয়ারের উপরে তার প্রভাব বিশাল। তার ও পর্তুগালের বিপক্ষে গোল করা আমার জন্য অনেক বড় ব্যাপার।’

২০১১ সাল থেকেই রোনালদোর ভক্ত হলুন্ড, ‘২০১১ সালে ফ্রি কিক থেকে তার একটি গোলের কথা মনে পড়ছে আমার। ম্যাচটি আমি দেখতে গিয়েছিলাম। সেদিন থেকেই আমি তার ভক্ত।’

সারাবাংলা/এফএম

ইউয়েফা নেশনস লিগ ক্রিশ্চিয়ানো রোনালদো ডেনমার্ক পর্তুগাল রাসমুস হলুন্ড