বরিশালে বাসচাপায় কলেজছাত্র নিহত, চালক আটক
২১ মার্চ ২০২৫ ১৯:২৮ | আপডেট: ২১ মার্চ ২০২৫ ২১:৪৬
বরিশাল: বরিশাল-ঢাকা মহাসড়কে বাসচাপায় মো. সজিব হাওলাদার (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত সজিবের বন্ধু মিরাজ (২৫)। এ সময় ধাওয়া দিয়ে বাসের চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ব্রীজের ঢালে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত সজিব হাওলাদার বরিশাল সদর উপজেলার কাশিপুর বিহঙ্গল জাম্বুরতলা এলাকার মানিক হাওলাদারের ছেলে। সে বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, দুই বন্ধু মোটরসাইকেলযোগে মীরগঞ্জ থেকে কামিনী পেট্রোল পাম্পের উদ্দেশ্যে যাচ্ছিলো। রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছলে ঢাকা থেকে বরগুনাগামী মোড়ল এক্সপ্রেস পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এ সময় মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাসের চালককে ধাওয়া দিয়ে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ওসি।
সারাবাংলা/এসআর
চালক আটক বরিশাল বাসচাপায় কলেজছাত্র নিহত সড়ক দুর্ঘটনা সারাবাংলা