‘এখন আমরা কঠিন সময় অতিক্রম করছি’
২১ মার্চ ২০২৫ ২২:৪৩
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমরা কঠিন সময় অতিক্রম করছি। আমরা বিশ্বাস করি, এই সময়টা আমরা সবাই যে যেখানে আছি দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ভূমিকা পালন করব।
‘‘আমরা যারা রাজনীতি করছি তারা, আমরা যারা বিভিন্ন পেশাতে আছি তারা, বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আাছি তারা সবাই এমনভাবে কথা বলব, কাজ করব, তা যেন গণতন্ত্রের উত্তরণের পথকে সুযোগ করে দেয়।”
শুক্রবার (২১ মার্চ) ইস্কাটনের লেডিসক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সন্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘আপনারা সবাই জানেন, রাষ্ট্র ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। সেই কারণে প্রায় দুই বছর আগে আমাদের নেতা তারেক রহমান সংস্কারের জন্যে ৩১ দফা কর্মসূচি জাতির কাছে দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো বলা আছে সেগুলো আমরা মনে করি যথেষ্ট দেশের পরিবর্তনের জন্য, পরিবর্ধনের জন্য, খাপখাওয়ানোর জন্য।”
তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রাখছি এবং তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবগুলো আমরা পরীক্ষা করছি এবং আমাদের মতামতগুলো সেভাবে উপস্থাপন করছি। তবে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে- বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের জনগণের রাজনৈতিক ঐহিত্য, তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের কৃষ্টি, তাদের সংস্কৃতি— সব কিছুকে সামনে রেখেই সংস্কার এবং এগিয়ে যাওয়ার পথ বেছে নিতে হবে।”
ফখরুল বলেন, ‘‘শুধুমাত্র অলিক ধারণা থেকে বিভিন্ন ইউটিউবিয়ান চিন্তা থেকে চিন্তাভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না অথবা আবেগের মধ্য দিয়ে চিন্তাভাবনা করলে সমস্যা সমাধান করা যাবে না। ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যেই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে।”
তিনি বলেন, ‘‘এখন সমস্যা সমাধানের জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান দরকার। প্রয়োজনীয় যে সংস্কার দরকার নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে সবচেয়ে বড় উইজডমের কাজ। এখন সেই উইজডমের কাজটা করাই বোধহয় সবচেয়ে ভালো হবে।”
মির্জা ফখরুল বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একই কথা বলছেন যে, আমরা যেন আমাদের পথকে ভুলে না যাই, আমরা যেন সঠিক পথে পরিচালিত হই এবং এমন কোনো ব্যবস্থা না নিই, যা আমাদেরকে ক্ষতিগ্রস্থ করে। বিশেষ করে বাংলাদেশে উগ্রবাদের যে সূচনা হচ্ছে, পথ দেখা যাচ্ছে এই ধরনের উগ্রবাদ আমাদের গণতান্ত্রিক পথকে সম্পূর্ণ বিঘ্নিত করবে। আমরা যেন সেই পথে কোনো মতেই এগিয়ে না যাই।
সারাবাংলা/এজেড/এসআর