Monday 24 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামজা উন্মাদনা চলছে ভারতেও

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫ ১১:০২ | আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৬:১৩

হামজাকে নিয়ে ভারতেও চলছে মাতামাতি

২০২৪ সালের শেষভাগে বাংলাদেশের হয়ে খেলার খবরটা নিশ্চিত হওয়ার পর থেকেই তাকে নিয়ে চলছে উন্মাদনা। অনেক নাটকের পর ১৭ মার্চ বাংলাদেশে পা রাখার পর হামজা চৌধুরীকে নিয়ে মাতামাতির যেন শেষ নেই। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে দলের সঙ্গে হামজা এখন ভারতের শিলংয়ে। বাংলাদেশের মতো সেখানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন হামজা।

লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে পা রাখার পর থেকেই উৎসুক জনতার ভিড় হামজাকে ঘিরে। নিজের গ্রামের বাড়িতে যে অভ্যর্থনা পেয়েছিলেন হামজা, সেরকম কিছু বাংলাদেশের ফুটবলে আগে দেখেনি কেউই। ঢাকায় জাতীয় দলের হয়ে প্রথম সংবাদ সম্মেলন, প্রথম অনুশীলন, জার্সি উন্মোচন; সবকিছুতেই হামজাকে ঘিরে ছিল বাড়তি আকর্ষণ।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কলকাতা হয়ে শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সেখানে অনুশীলন করছেন হামজারা। বাংলাদেশের মতো ভারতেও হামজাকে নিয়ে মানুষের মধ্যে আছে বিশেষ আগ্রহ।

বাংলাদেশ দল যে হোটেলে উঠেছে, সেখানে হামজাকে দেখতেই ভিড় করেছে উৎসুক জনতা। বাংলাদেশ দলের অনুশীলনেও নজর সবার। ভারতীয় দলের কোচ ও ফুটবলাররাও হামজাকে নিয়ে আলাদাভাবে ভাবছেন, জানিয়েছেন নিজেরাই।

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট নিয়েও চলছে কাড়াকাড়ি। সুনীল ছেত্রির অবসর ভেঙে ফেরার পাশাপাশি হামজার খেলা দেখতেও মুখিয়ে আছেন স্থানীয় দর্শক।

আগামী ২৫ মার্চ সন্ধ্যা ৭.৩০ মিনিটে গ্রুপ সি এর হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-ভারত শিলং হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর