Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসচাপায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ১৯:৪০

সড়ক দুর্ঘটনা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশাচালক ও এক শিশু নিহত হয়। রোববার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালিহাতী উপজেলার ভাবলা এলাকার মৃত ছাকু মন্ডলের ছেলে অটোরিকশাচালক হাসেন (৫৫) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (১১)। সৌরভ নামের একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলেঙ্গা হতে ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাবলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় দুইজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গুরুত্বর আহতবস্থায় সবুজকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যমুনা সেতুপূর্ব থানার উপপরিদর্শক আতিকুর রহমান জানান, ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

টাঙ্গাইল নিহত বাসচাপা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর