Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলেজছাত্র আসিফ হত্যা, সাবেক ২ এমপিসহ ৭৭ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৫ ২৩:২১ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৬:০৪

সাবেক এমপি তানভীর শাকিল জয় ও জান্নাত আরা হেনরী। ছবি কোলাজ: সারাবাংলা

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জের কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে নিহত আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আদালত মামলাটি শুনানি করে এফআইআর (এজাহার) হিসেবে অন্তর্ভুক্ত করতে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীরকে নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- সদর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর বারী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, কাজীপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল হান্নান, সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহেল রানা।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিল। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা অবৈধ পিস্তল, শাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোলসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। তখন আসামিরা কলেজছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাতাড়ি মারপিট করে হত্যা করে। এর পর তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পরে কলেজছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। চলতি বছরের ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আর আজ হত্যা মামলা দায়ের করা হয়।

সারাবাংলা/পিটিএম

এমপি কলেজছাত্র আসিফ হত্যা জয় টপ নিউজ মামলা হেনরী