ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত
২৪ মার্চ ২০২৫ ০৯:৩৮ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১১:৫৫
ইয়েমেনের সাদা প্রদেশের সাহার এবং সাকিনে একের পর এক বিমান হামলা চালিয়েছে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এর একটি পোস্টে ইয়েমেনের উপর অব্যাহত হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা রানওয়ে থেকে যুদ্ধবিমানের উড্ডয়নের একটি ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে লিখেছে, ‘নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার হ্যাশট্যাগ হুতিস আর এ টেররিস্ট’।
লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজগুলোতে হুতি বিদ্রোহী গোষ্ঠী পুনরায় আক্রমণ শুরু করার হুমকি দেওয়ার পর ১৫ মার্চ থেকে ইয়েমেনে আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র। গাজা উপত্যকায় ইসরায়েলের শাস্তিমূলক অবরোধের প্রতিক্রিয়ায় এই হুমকি দেওয়া হয়েছিল।
এদিকে, ইয়েমেনে মার্কিন হামলায় তিন শিশু আহত হয়েছে। হুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি এক বিবৃতিতে জানান, হতাহতের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
এএফপি জানিয়েছে, সানার আশপাশের এলাকায় একটি আবাসিক ভবনে মার্কিন আগ্রাসনের চূড়ান্ত ঘটনায় একজন নাগরিক নিহত হয়েছেন এবং তিন শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, ইয়েমেনে মার্কিন হামলা শুরু পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।
সারাবাংলা/এসডব্লিউ