Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামলার সাক্ষী দিতে আসা এসআইকে অবরুদ্ধ যুবদল নেতা–কর্মীদের

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৫ ০৯:৪৮

এসআই লিটন দত্তকে অবরুদ্ধ করেন যুবদলের নেতা-কর্মীরা।

নোয়াখালী: জেলা শহর মাইজদীতে আদালতে মামলার সাক্ষ্য দিতে এসে যুবদলের নেতা–কর্মীদের তোপের মুখে পড়েছেন ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক (এসআই) লিটন দত্ত। তাকে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ রাখা হয়। রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসআই লিটন দত্ত আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালী সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। পরে অন্যত্র বদলি হওয়ার পরও তিনি আবার পুনরায় সুধারাম মডেল থানায় যোগদান করেন। ওই থানায় কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার লোকজনকে বিনা কারণে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের সোহেল অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এসআই লিটন সুধারাম মডেল থানায় কর্মরত ছিলেন। সে সময় বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা করেন তিনি। এওজবালিয়া ইউনিয়নের একটি হত্যা মামলাসহ একাধিক মামলায় নাম না থাকা সত্ত্বেও অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন লিটন। বিএনপির অনেক নেতা–কর্মীকে ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গিয়ে অর্থ আদায় করে ছিলেন তিনি। লিটন দত্ত তাদের কাছ থেকে অর্থ নেওয়ার পরও হয়রানি বন্ধ করেননি। তার ভয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি কেউ।

আবুল খায়ের সোহেল আরও বলেন, ‘আমরা জানতে পারি, তিনি ঢাকা থেকে আদালতে সাক্ষ্য দিতে আসছেন। পরে আদালত থেকে বের হলে কাদির হানিফ ইউনিয়ন যুবদলের সভাপতি এ এইচ বাহাদুর, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান আনাজ, যুবদল নেতা মুরাদ, কোরবানসহ স্থানীয় লোকদের নিয়ে আমরা তার গতিরোধ করি। লিটন দত্তের কাছে আমাদের অর্থ ফেরত ও মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন। এ সময় লোকজন ও নেতা–কর্মীরা তার ওপর চড়াও হন। পরে সেনাবাহিনী ও পুলিশ তাকে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

এ বিষয়ে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর লিটন দত্তকে ছেড়ে দেওয়া হয়।’

সারাবাংলা/এসডব্লিউ

এসআইকে অবরুদ্ধ যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর