Tuesday 25 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে খোলা মাঠে বাংলাদেশি প্রবাসীদের ইফতার

ইতালি করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১০:১০

খোলা আকাশের নিচে ইফতারের জন্য জড়ো হয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ছবি: সারাবাংলা

ইতালি: ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) ভিচেন্সায় খোলা মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্থানীয় বাংলাদেশি মুসলিম কমিউনিটির উদ্যোগে খোলা মাঠে ইফতারে ইতালিয়ান নাগরিকসহ পাকিস্তান, মরক্কো, মধ্যপ্রাচ্য দেশগুলো মুসলিমরা অংশ নেন। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে প্রকাশ্যে আজানের পর সবার জন্য উন্মুক্ত ইফতার পরিবেশন করা হয় এবং উপস্থিত সকল মুসলিমরা একসঙ্গে নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

এই আয়োজন দেখে স্থানীয় এক ইতালিয়ান নাগরিক বলেন, ‘আজানের ধ্বনি ও মুসলিমদের ঐক্যবদ্ধ ইফতার দেখে আমি অভিভূত। এটি সত্যিই একটি সুন্দর অভিজ্ঞতা।’

ইফতার আয়োজনে বাংলাদেশি প্রবাসীরা। ছবি: সারাবাংলা

এতে অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা হাফিজ মাহবুবুর রহমান। ভিচেন্সা ইসলামী সেন্টারের সভাপতি নাজিম উদ্দিন বলেন, ‘পবিত্র রমজানকে ইতালীয়দের কাছে তুলে ধরতেই খোলা মাঠে ইফতারের আয়োজন করা হয়। তারা জানুক আমরা মুসলমান এভাবে সিয়াম সাধনার একটি মাস পালন করি।’ তিনি ধন্যবাদ জানান যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইফতার মাহফিলে ভিচেন্সায় বাংলা কমিউনিটিসহ সকল প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনায়।

এ সময় ভিচেন্সার উপ-মেয়র সাবেলা সালা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফিলিপ্পো রোমানো, পুলিশ কমিশনার ফ্রানচেস্কো জেরিলি, ক্যাথলিক চার্চের উচ্চপদস্থ ধর্মীয় নেতা জুলিয়ানো ব্রুগনোত্তো, ধর্মীয় নেতা ডন জিয়ানলুকা পাদোভান, মেয়রের ধর্মীয় সম্প্রদায় বিষয়ক উপদেষ্টা ফিওরাভান্তে রোসিসহ ভিচেন্সায় প্রথম বাংলাদেশি ভাইস কাউন্সিলর আফিল উদ্দিন আপেল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইউরোপের বিভিন্ন দেশে প্রকাশ্যে আজানের অনুমতি নিয়ে বিতর্ক থাকলেও ইতালির মতো দেশগুলোতে সম্প্রদায়ভিত্তিক শান্তিপূর্ণ আয়োজনগুলোর মাধ্যমে মুসলিমদের ধর্মীয় অধিকার সংরক্ষণের পথে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

ইতালি ইতালিতে বাংলাদেশি প্রবাসী ইফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর