Wednesday 26 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কয়ার ফার্মার ১৫ লাখ শেয়ার কিনলেন ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ২০:৪৯ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২২:৪২

ঢাকা: স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৫ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

সোমবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে লেনদেনটির তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিন স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে ২১৯.৬০ টাকা, আগের ট্রেডিং সেশনের তুলনায় ০.২৩ শতাংশ কম। শেয়ারহোল্ডিং প্রতিবেদন অনুসারে, নভেম্বর পর্যন্ত তপন চৌধুরী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮.৪০ কোটি শেয়ারের মালিক।

এর আগে ১৮ ফেব্রুয়ারি স্কয়ার ফার্মার পরিচালক অঞ্জন চৌধুরী কোম্পানিটির ১৫ লাখ শেয়ার কেনার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। গত বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তিনজন পরিচালক সম্মিলিতভাবে ৭০ লাখ শেয়ার কিনেছিলেন।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়া চলতি অর্থবছরের প্রথমার্ধে স্কয়ার ফার্মাসিউটিক্যালশের নিট মুনাফা ১৩ শতাংশ এবং নিট আয় ৬ শতাংশ বেড়েছে।

জুলাই-ডিসেম্বর সময়কালে ওষুধ বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭১.৭৭ কোটি টাকায়, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩ হাজার ৫৫৫.২৫ কোটি টাকা। কোম্পানিটির নিট মুনাফা ১ হাজার ১২৪.৫৯ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ২৬৯.৬৪ কোটি টাকা হয়েছে। এদিকে চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির আয় ১৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ১ হাজার ৭৭৪ কোটি টাকা ছিল। আর কোম্পানিটির মুনাফা ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬০ কোটি টাকা, যা গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ৫২৪.৫২ কোটি টাকা।

বিজ্ঞাপন

তবে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে স্কয়ার ফার্মা প্রথমবারের মতো আয় কমার কথা জানিয়েছে।

সারাবাংলা/জিএস/আরএস

পুঁজিবাজার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী স্কয়ার ফার্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর