স্বেচ্ছাসেবক লীগ নেতার জামিনে অনাপত্তি দিয়ে বাদীর হাজতবাস
২৪ মার্চ ২০২৫ ২০:৫২ | আপডেট: ২৪ মার্চ ২০২৫ ২২:৪২
চট্টগ্রাম ব্যুরো: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় খুনের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে মামলা করে পরে আবার জামিনে অনাপত্তি দেওয়ায় বাদীকে পাঁচ ঘণ্টা হাজতবাস করতে হয়েছে। এ সময় আদালত বাদীর উদ্দেশে বলেন, ‘ব্যবসা শুরু করেছেন?’
পরে বাদীর আইনজীবী এমন আর কখনো হবে না মর্মে মুচলেকা দিলে পাঁচ ঘণ্টা পর হাজতখানা থেকে মুক্তি পান তিনি। সোমবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, হাটহাজারী থানায় করা একটি খুনের মামলায় গ্রেফতার হয়ে গত ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন হাটহাজারী ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর ও হাসান নামে আরেকজন। কিছুদিন আগে ওই মামলার বাদী তার করা মামলায় আসামিরা জড়িত নন বলে আদালতে একটি হলফনামা দেন।
এরপর তাদের জামিনের আবেদন করা হয়। সোমবার দুপুরে তছলিমা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে দু’জনের জামিনে তার আপত্তি নেই বলে জানান।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক সারাবাংলাকে বলেন, ‘তিনি মামলা করেছেন আবার তিনি বলছেন- আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। আদালত তখন তাকে উলটো জিজ্ঞেস করেন জড়িত না থাকলে তিনি ওদের বিরুদ্ধে মামলা করেছেন কেন? পরে আদালত তার উদ্দেশে বলেন, ব্যবসা শুরু করেছেন? এ বলে আদালত তাকেই হাজতখানায় পাঠানোর আদেশ দেন। ওই দুই আসামির জামিনও নামঞ্জুর করেছেন আদালত।’
তিনি আরও বলেন, ‘পরে বাদীর আইনজীবী এ ঘটনা আর ঘটবে না মর্মে মুচলেকা দিলে আদালত তাকে মুক্তি দেন।’
সারাবাংলা/আইসি/পিটিএম