Friday 25 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ বাছাইপর্ব
গোল করে আর্জেন্টিনাকে হারানোর হুমকি রাফিনহার

স্পোর্টস ডেস্ক
২৫ মার্চ ২০২৫ ১২:০০ | আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১২:৫৭

আর্জেন্টিনাকে হারানোর হুমকি দিয়ে রাখলেন রাফিনহা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই যেন বাড়তি উত্তাপ। মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ব্রাজিল ফরোয়ার্ড রাফিনহা আর্জেন্টিনাকে আগেই হুমকি দিলেন, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গোল করেই তাদের হারাবেন!

এবারের মৌসুমে বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্ম আছেন রাফিনহা। মৌসুমের মাঝপথেই পূর্ণ করেছেন ৫০ গোলের মাইলফলক। বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও গোল করেছেন রাফিনহা। আর্জেন্টিনার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের অন্যতম ভরসা এই বার্সা ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিপক্ষে সাম্প্রতিক সময়ে রেকর্ডটা ভালো নয় ব্রাজিলের। সবশেষ ৫ ম্যাচে মাত্র একবার আর্জেন্টিনাকে হারাতে পেরেছে ব্রাজিল। শেষ দেখায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ২০২৩ সালে মারাকানায় তুমুল হট্টগোলে মাঠেই নামতে পারেনি দুই দল।

রোমারিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুই দলের লড়াইয়ের আগুনে ঘি ঢেলেছেন রাফিনহা, ‘আমরা অবশ্যই তাদের হারাব, গুঁড়িয়ে দেব। মাঠে ও প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশিচভাবেই আমি এই ম্যাচে গোল পাব। আমাদের সবটুকু দিয়ে তাদের হারানোর লক্ষ্যেই মাঠে নামব।’

আগামী ২৬ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েন্স আয়ার্সে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচে ড্র করলেই লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে শীর্ষে থাকা আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল রাফিনহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর