শহিদ আমীর হোসেনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
২৬ মার্চ ২০২৫ ০৩:২৯
ঢাকা: জুলাই বিপ্লবে শহিদ আমীর হোসেনের পরিবারকে ঈদ উপহার দিয়ে সম্মান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে শহিদ আমীর হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরে গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ এম সাইফ আলী খান।
এ সময় তিনি বলেন, ‘দেশের যেকোনো পরিস্থিতিতে গণমানুষের দল হিসেবে বিএনপি জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, গণতান্ত্রিক চেতনার প্রতীক।’
শহিদ আমীর হোসেনের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে সাইফ আলী খান বলেন, ‘গণতন্ত্র ও স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না। শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর এই প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
উপহার সামগ্রী গ্রহণ করে শহিদ আমীর হোসেনের পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহিদদের প্রতি বিএনপির এই শ্রদ্ধাবোধকে সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা ফারুক হোসেন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হোসেন, পারভেজ প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম